
লাতুর, ১২ ডিসেম্বর : প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস নেতা শিবরাজ পাটিল প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ মহারাষ্ট্রের লাতুরে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শিবরাজ পাটিল। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শিবরাজ পাটিল এবং বাড়িতেই চিকিৎসা চলছিল। শিবরাজ পাটিলের প্রয়াণে শোকপ্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব। ৮০-র দশক থেকে একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন শিবরাজ। তিনি ১৯৮০, ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে নিজ সংসদীয় আসন থেকে জয়লাভ করেন এবং ২০০৪ সালে বিজেপির রূপাতাই পাটিল নীলঙ্গেকরের কাছে হেরে যান। তিনি ১৯৭২ এবং ১৯৭৮ সালে লাতুর বিধানসভা আসন থেকেও জয়লাভ করেন।
