
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে প্রত্যাবর্তনের পরই হার্দিক পাণ্ডিয়া নিজের জাত চেনালেন। তিনি ২০০-এর বেশি স্ট্রাইক রেটে অপরাজিত ৫৯ রান সংগ্রহ করেছেন এবং বোলিংয়েও উইকেট পেয়েছেন। ভারতও টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। এমন সাফল্যে খুশি হার্দিকের কাছে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দেশ অগ্রাধিকার পাচ্ছে। পাশাপাশি, তিনি প্রেমিকা মাহিকা শর্মার কথাও উল্লেখ করছেন। ভারতীয় অলরাউন্ডার জানান, মাহিকা তাঁর জীবনে আসার পর থেকে তাঁর সবকিছুতেই শুভ ফল আসছে। স্মরণ করিয়ে দেওয়া যাক, মঙ্গলবার মাহিকার ছবি বিশ্রীভাবে তোলার কারণে হার্দিক পাপারাজ্জিদের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন।
এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংসের পর হার্দিক বলছেন, “বিশেষভাবে বলতে হয় আমার সঙ্গীর কথা। অনেক ভালো ঘটনা ঘটেছে আমার সঙ্গে। ও আমার জীবনে আসার পর থেকে সেরা মুহূর্তগুলো ঘটেছে। আমি নিজের জীবনে অত্যন্ত সৎ থাকতে চাই। মাটির কাছাকাছি থাকতে চাই। সেটা আমাকে অনেক সাহায্য করে। আমি কোনও বিষয়ে আলাদা করে জোর দিই না। অন্য কে কী বলল, সেসব নিয়ে ভাবি না। আমি ভিতর থেকে কী অনুভব করি, সেটাই আসল।”
চোটের জন্য দীর্ঘদিন মাথের বাইরে ছিলেন হার্দিক। সেই সময় নতুন প্রেমিকার সঙ্গে একাধিকবার হার্দিকের রোম্যান্সে মশগুল ছবি ভাইরাল হয়েছে। জনসমক্ষে মাহিকা শর্মার সঙ্গে ছবি শেয়ার করতে বিন্দুমাত্র কসুর করেন না ভারতের তারকা অলরাউন্ডার। কিন্তু এর আগে মাহিকাকে প্রকাশ্যে ‘পার্টনার’ বা ‘সঙ্গী’ বলেননি। মঙ্গলবার মাহিকার পাশে দাঁড়িয়ে বিস্ফোরণ করেছিলেন হার্দিক।
বান্দ্রার একটি রেস্তরাঁ থেকে বেরনোর সময় পাপারাজ্জিরা যেভাবে মাহিকার ছবি তোলেন, সেটা হার্দিকের পছন্দ হয়নি। সেখানে মাহিকার অন্তর্বাস দেখা যায়। সেটা উল্লেখ করে হার্দিক লিখেছেন, ‘যে অ্যাঙ্গলে ছবি তোলা হয়েছে, সেটা কোনও মহিলার জন্য কাঙ্ক্ষিত নয়। ব্যক্তিগত মুহূর্তকেও এখন অশ্লীলভাবে সস্তা প্রচার বানিয়ে ফেলা হচ্ছে। কে কোন ছবি তুলেছে, সেটার থেকেও বড় কথা হল অন্যকে সম্মান করা। মহিলাদের মর্যাদা দিতে শিখুন।’
