Game

1 hour ago

ISL 2026: আইএসএল ২০২৫-২৬, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে

Mohun Bagan SG to Face Kerala Blasters
Mohun Bagan SG to Face Kerala Blasters

 

কলকাতা, ২৭ জানুয়ারি : দীর্ঘ বিলম্বের পর, ইন্ডিয়ান সুপার লিগ অবশেষে ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্সের। জানা গেছে, উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে আই-লিগ বিজয়ী ইন্টার কাশির মুখোমুখি হবে এফসি গোয়া। খেলা হবে গোয়ার জহরলাল নেহেরু স্টেডিয়ামে।

১৬ জানুয়ারি ইষ্টবেঙ্গল খেলবে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। কলকাতার আর এক প্রধান মহামেডান স্পোর্টিং খেলবে ১৫ জানুয়ারি জামশেদপুর এফ সির সঙ্গে টাটা স্পোর্টস কমপ্লেক্সে। তালিকা অনুসারে, প্রথম বারোটি খেলার সপ্তাহের জন্য স্থান এবং সময় নিশ্চিত করা হয়েছে। ১৩তম খেলার সপ্তাহের খেলাগুলির তারিখ এবং কিক-অফের সময় এখনও নিশ্চিত করা হয়নি।

You might also like!