Game

1 hour ago

U19 World Cup 2026: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিশ্চিত করল

Australia vs West Indies, U19 World Cup 2026
Australia vs West Indies, U19 World Cup 2026

 

হারারে, ২৯ জানুয়ারি  : বুধবার হারারে স্পোর্টস ক্লাবে টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ রানের জয়ের মাধ্যমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬- এর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম দল হয়ে ওঠে।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৫০ ওভারে সাত উইকেটে ৩১৪ রানের বিশাল সংগ্রহ করে। অধিনায়ক অলিভার পিক ১১৭ বলে ১০৯ রান করে। বড় সংগ্রহের ভিত্তি তৈরি করেন ওপেনার উইল মালাজকজুক (৪৮) এবং নীতেশ স্যামুয়েল (৫৬)। প্রথম উইকেটে মাত্র নয় ওভারে ৭৩ রান যোগ করেন তিনি। যদিও ডানহাতি পেসার আর' জাই গিটেন্স দ্রুত পরপর মালাজকজুক এবং স্টিভেন হোগানকে আউট করেন, স্যামুয়েল এবং পিক ৮৫ রানের জুটি গড়ে দলকে স্থিতিশীল করেন।

অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ বলে আউট হওয়া পিক অ্যালেক্স লি ইয়ং এবং জেডেন ড্র্যাপারের সাথে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন এবং তার দলকে ম্যাচজয়ী স্কোর এনে দেন।অস্ট্রেলিয়া গ্রুপ ১ থেকে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও, ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, একই গ্রুপে থাকা দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের সাথে। গ্রুপ ১ থেকে দ্বিতীয় সেমিফাইনালের স্থান দখলের লড়াইয়ে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এখনও রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৩১৪/৭ (উইল মালাজকজুক ৪৮, নীতেশ স্যামুয়েল ৫৬, অলিভার পিক ১০৯, অ্যালেক্স লি ইয়ং ৪৫। ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভারে ২৯২/৯ (জ্যাচারি কার্টার ৬৪, জুয়েল অ্যান্ড্রু ৪৪, জোশুয়া ডর্ন ৬২, চার্লস ল্যাচমুন্ড ৬৬ রানে ৪ উইকেট নেন।

You might also like!