
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আইনি জটিলতার বাধা পেরিয়ে ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া আদিত্য ধার পরিচালিত ‘ধুরন্ধর’ প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। দেশ-বিদেশে জমজমাট ব্যবসা করে ছবিটি যেন একেবারে দর্শকদের মন জিতে নিয়েছে। জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবির আগ্রাসী দৌড় অব্যাহত। সেই সাফল্যের মাঝেই পাকিস্তান ও বালোচিস্তান জুড়ে ছবিটি নিয়ে আলোচনা—যা সম্প্রতি নতুন এক মোড়ে পৌঁছেছে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে। আর এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে ভারতীয়দের মধ্যে তুমুল শোরগোল সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, পাকিস্তানের এক বিয়েবাড়িতে ‘ধুরন্ধর’-এর টাইটেল ট্র্যাক বাজতেই অতিথিরা দল বেঁধে নৃত্যে মাতলেন। সবার গায়ে একরঙা কালো পোশাক, এবং তাদের সমন্বিত কোরিওগ্রাফি দেখে নেটিজেনদের বিস্ময় চেপে রাখা কঠিন। যা দেখে অনেক নেটবাসিন্দাদের মন্তব্য, ‘আদা-জল খেয়ে প্র্যাকটিসে না নামলে এমন সুসংগঠিত নাচ সম্ভব নয়।’ একাংশ আবার কটাক্ষ করে বলছেন, ‘মনে ভারত বিদ্বেষ থাকলে কী হবে? ভারতীয় সিনেইন্ডাস্ট্রির নাচ-গানে এরা বরাবর মজে থাকে।’ সবমিলিয়ে পাকিস্তানের ওই বিয়েবাড়ির ভিডিও বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে।
‘ধুরন্ধর’-এর সুগঠিত মিউজিক অ্যালবাম মুক্তির পর থেকেই আলাদা প্রশংসা কুড়োচ্ছে। বিশেষ করে অক্ষয় খান্নার বালোচিস্তান-এন্ট্রি দৃশ্যে ব্যবহৃত র্যাপ নম্বরটি আট থেকে আশি—সব বয়সের দর্শককে মুগ্ধ করেছে। পাশাপাশি পুরনো কিছু গানকে নতুন রিমেক রূপে উপস্থাপন করার কৌশলটিও দর্শকদের হৃদয় জয় করেছে। এই আবহেই পাকিস্তানি বিয়েবাড়ির ভিডিওটি সামনে আসায় ছবি নিয়ে আলোচনা আরও তুঙ্গে। মাত্র পাঁচ দিনেই ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী আয় করেছে ২২৩ কোটি টাকা, আর ভারতের বক্স অফিসে অতিক্রম করেছে ১৫০ কোটির গণ্ডি—যা ছবিটির জনপ্রিয়তারই প্রমাণ হিসেবে নজির সৃষ্টি করেছে।
