
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সমস্ত প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছেন ফুটবলের জাদু সম্রাট লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় আগমনের মাধ্যমে তিনি শহরবাসীর হৃদয়ে এক বিশেষ মুহূর্ত উপহার দেবেন। এই দিনটি ক্রীড়া প্রেমী এবং বিশেষ করে ফুটবল ভক্তদের জন্য এক স্বপ্নের দিন হতে চলেছে। কিন্তু এবার কলকাতাবাসীর জন্য রয়েছে আরও এক বড় সুখবর। মেসির সঙ্গে কলকাতায় উপস্থিত থাকবেন বলিউডের কিং খান শাহরুখ খান। একই মঞ্চে ফুটবলের জাদুকর এবং বলিউড বাদশা—দুই মহামানবের উপস্থিতি স্বাভাবিকভাবেই কলকাতার বুকে এক ইতিহাস সৃষ্টি করবে।

গত ২ নভেম্বর নিজের জন্মদিনের দিন কলকাতায় আসার ইঙ্গিত দিয়েছিলেন শাহরুখ। তবে এবার অভিনব কায়দায় শাহরুখ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘এবার কলকাতায় নাইট প্ল্যান করছি না, বরং দিনেই মেসি রাইড হবে।’ অর্থাৎ, তিনি এবার ক্রিকেট নয়, ফুটবল প্রেমীদের আনন্দ দিতে স্টেডিয়ামে হাজির হবেন। নিজের টুইটেই শাহরুখ স্পষ্ট করে দেন, আগামী ১৩ ডিসেম্বর সটলেক স্টেডিয়ামে আসতে চলেছেন তিনি। শাহরুখ এবং মেসির এই যুগলবন্দি এই বছরের সেরা উপহার হতে চলেছে শহরবাসীর জন্য। মেসি সল্টলেক স্টেডিয়ামে কিছুক্ষণ থাকার পর লেকটাউনে নিজের মূর্তি উন্মোচন করবেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও আরেকটি অনুষ্ঠানে থাকার কথা মেসির। মেসি ভারতে ১৩ থেকে ১৫ ডিসেম্বর থাকবেন। কলকাতার পর তিনি যাবেন মুম্বই এবং তারপর দিল্লি। পুরো শহর প্রস্তুত, মেসি এবং শাহরুখকে বাঙালিয়ানার স্বাদ দিয়ে অভ্যর্থনা জানাতে। এই যুগলবন্দি ক্রীড়া ও বিনোদনের মেলবন্ধন শহরের ইতিহাসে চিরস্থায়ী ছাপ রেখে যাবে।
This time round not planning my Knight in Kolkata…. and hoping the day Ride is completely ‘Messi’.
— Shah Rukh Khan (@iamsrk) December 11, 2025
See you guys on the 13th at the Salt Lake Stadium.
