
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও ইন্ডিগোর উড়ানে সমস্যা অব্যাহত। ফলে দেশজুড়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ইন্ডিগোর উড়ানে বিলম্ব ও বাতিলের কারণে দেশজুড়ে শুক্রবারও বিপুল সংখ্যক যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন। গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ছবি দেখা যায়। যাত্রীরা বলেন, "আমাদের জানানো হয়নি যে, তাঁরা উড়ান বাতিল করছে। কোনও তথ্য নেই এবং আমরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি এবং এখন তারা বলছে তাঁরা থাকার ব্যবস্থাও করবে না। আমরা ইন্ডিগোর উপর সত্যিই হতাশ।" গুজরাটেও এদিন বিপুল সংখ্যক যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন। অভিযোগ, উড়ানে বিলম্বের ক্ষেত্রে যাত্রীদের কিছুই জানানো হয়নি। ফলে অনেকেই বিভিন্ন গন্তব্যে সংযোগকারী উড়ান ধরতে গিয়ে সমস্যায় পড়ছেন। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাঁদের।
