Entertainment

1 hour ago

Yuvaan Chakraborty: মেডেল বুকে, হাসি মুখে! স্পোর্টস ডে-তে তারকা পুত্র ইউভান চক্রবর্তীর সাফল্য

Subhashree shared a picture of Yuvan's sports day.
Subhashree shared a picture of Yuvan's sports day.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী বয়সে ছোটো হলেও খেলাধুলোয় তুখোড়। মাত্র চার বছরের আগেই সে শিখেছে সাঁতার। বাবা-মায়ের সঙ্গে শনি ও রবিবার কাটায় আবাসনের মাঠে, দৌড়াদৌড়ি, খেলাধুলা আর নানা ক্রিয়াকলাপের মাধ্যমে। 

সম্প্রতি স্কুলের স্পোর্টস ডে-তে অংশ নিয়ে ইউভান দেখালেন নিজের ক্রীড়া প্রতিভা। তিনটি খেলায় প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করে তিনি তিনটি মেডেল হাতে তুলেছেন। এই মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে মা শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘মাই হিরো’। ভিডিয়োতে ইউভান যখন পুরস্কার নিচ্ছেন, তখন উত্তেজনায় চিৎকারও করতে শোনা যায় শুভশ্রীকে। নেটিজেনরাও শুভেচ্ছায় ভরালেন রাজ-পুত্রকে। 

ইউভান বর্তমানে কেজি ওয়ানের ছাত্র, পড়াশোনা করছে আরপি গোয়াঙ্কা ইন্টারন্যাশনাল স্কুলে, যা আলিপুরে অবস্থিত। সম্প্রতি সেপ্টেম্বর মাসে ৫ বছরের জন্মদিন পালন করেছে ইউভান। বাবা-মায়ের সাথে সময় কাটানো ও নির্দিষ্ট রুটিনে বেড়ে ওঠার কারণে দুই সন্তানই নিয়মিত এবং স্বাভাবিকভাবে বড় হচ্ছে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলে যে, তিনি কখনো সন্তানদের গায়ে হাত তোলেন না। এমনকী, বাচ্চাদের মারধর করার পক্ষে নন তিনি একেবারেই। অভিনেত্রী বলেছিলেন, ‘কখনো গায়ে হাত দেইনি আমার বাচ্চাদের। একদিনের জন্যও না। কারণ আমি মনে করি সেই অধিকারটাই আমার নেই। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের উপর। আমার বাচ্চা আমি তখন ভাবি না। আমি একজন মানুষ, আমি আরেকজন মানুষের গায়ে হাত দিতে পারি না।’ 

প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের সেপ্টেম্বরে শুভশ্রী প্রথমবার মা হন, এবং ২০২৩ সালে তাঁদের কন্যা ইয়ালিনি জন্মগ্রহণ করে। বর্তমানে ইয়ালিনি ইতিমধ্যেই স্কুলে যোগ দিয়েছে, আর্থশালা নামে একটি প্লে স্কুলে ভর্তি হয়েছে তারকা কন্যা।  


You might also like!