
জলপাইগুড়ি, ৫ ডিসেম্বর : জলপাইগুড়ির ধূপগুড়িতে শুক্রবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা। ধূপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন ওভারব্রিজ এলাকায় এশিয়ান হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষ দু’টি লরির। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই লরির চালকই। দুর্ঘটনার ফলে এশিয়ান হাইওয়ের দু’দিকেই তীব্র যানজট তৈরি হয়। কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ দিন স্থানীয়রা অভিযোগ করেন, ধূপগুড়ি শহরে দুর্ঘটনা বাড়ছে। যানবাহনের বেপরোয়া গতি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার একাধিক বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা থেকে সার বোঝাই একটি লরি হলদিবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময়েই বিপরীত দিক থেকে অন্য একটি লরি যাচ্ছিল অসমের দিকে। ওভারব্রিজের কাছে এসে অসমমুখী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই লরিটিকে সজোরে ধাক্কা দেয়। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। দুর্ঘটনার জেরে স্টিয়ারিংয়ের মধ্যে আটকে পড়েন লরি চালক ফালাকাটার বাসিন্দা সমীর সরকার এবং অসমের বাসিন্দা রঞ্জন সাউ (৪০)। প্রায় আধঘণ্টা ধরে গাড়ির ভিতরে আটকে ছিলেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের পক্ষে তাঁদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় দু’জনকে গাড়ির ভিতর থেকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রঞ্জন সাউ-এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে, সমীর সরকারকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন।
