Country

47 minutes ago

RBI Monetary Policy 2025: মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত, রেপো রেট কমালো আরবিআই

RBI Governor Sanjay Malhotra announces the repo rate cut on Friday
RBI Governor Sanjay Malhotra announces the repo rate cut on Friday

 

মুম্বই, ৫ ডিসেম্বর : রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। শুক্রবার আরবিআই-এর গর্ভনর সঞ্জয় মালহোত্রা বলেছেন, "মুদ্রা নীতি কমিটি সর্বসম্মতিক্রমে পলিসি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশ করার পক্ষে ভোট দিয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

আরবিআই-এর গর্ভনর জানান, "লিকুইডিটি এডজাস্টমেন্ট ফেসিলিটির অধীনে স্থায়ী আমানত সুবিধার হার ৫ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসলিটি এবং ব্যাঙ্ক রেট ৫.৫ শতাংশ সমন্বয় করা হবে। মুদ্রা নীতি কমিটি নিরপেক্ষ অবস্থান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

জিডিপি গ্রোথ প্রসঙ্গে সঞ্জয় মালহোত্রা বলেন, "দ্বিতীয় প্রান্তিকে প্রকৃত জিডিপি ৮.২ শতাংশ হারে ৬ প্রান্তিকের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। সরবরাহের দিক থেকে, প্রকৃত জিভিএ (গ্রস ভ্যালু অ্যাডেড) ৮.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা শিল্প ও পরিষেবা ক্ষেত্রেই উচ্ছলতার কারণে সহায়তা করেছে।"

You might also like!