Country

6 hours ago

Syed Shahnawaz Hussain: কংগ্রেস নিজেদের কাজের জন্যই হেরে যাচ্ছে, কটাক্ষ শাহনওয়াজের

Syed Shahnawaz Hussain
Syed Shahnawaz Hussain

 

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। রবিবার শাহনওয়াজ বলেন, "কংগ্রেস দল নিজেদের কর্মকাণ্ডের কারণে হেরে যাচ্ছে, এবং তারা এটা ভালো করেই জানে। তারা ইভিএম, এসআইআর এবং নির্বাচন কমিশনের উপর দোষ চাপাতে চায়।" শাহনওয়াজ আরও বলেন, "কংগ্রেস নেতারা নিজেরাই প্রশ্ন তুলছেন এবং তাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই প্রশ্নগুলি উত্থাপিত হওয়া রোধ করার জন্য, তারা এই সমাবেশ করছে। সমাবেশের জন্য ভিড় জমালেও কিছুই হবে না। কংগ্রেসের মনে রাখা উচিত, এই দিল্লির মানুষ তাদের শূন্যে নিশ্চিহ্ন করে দিয়েছে এবং বিহারের মানুষ তাদের মাত্র ছয়টি আসন দিয়েছে।"

You might also like!