
কলকাতা, ২ ডিসেম্বর: মাঝে কয়েকদিন পশ্চিমবঙ্গে শীতের আমেজ কিছুটা কমে গিয়েছিল। রাতে ঠান্ডা থাকলেও দিনে তা অমিল ছিল। তবে এ বার বঙ্গবাসী মনের সুখে শীতের আমেজ উপভোগ করতে পারবেন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমবে অনেকটাই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। সেই সময় তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নীচে। পূর্বাভাস অনুযায়ী, শুক্র-শনিবার নাগাদ কলকাতায় রাতের তাপমাত্রা থাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমের জেলাগুলিতে ১১ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে রাতের পারদ। মঙ্গলবার অবশ্য কলকাতায় একধাক্কায় বেশ কিছুটা বেড়েছে নূন্যতম তাপমাত্রা। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি।
