Country

1 hour ago

Cyclone Ditwah: দিতওয়াহ-র দাপট কমলেও চেন্নাই ও পুদুচেরিতে বৃষ্টি অব্যাহত

Cyclone Ditwah to bring more rainfall in Chennai
Cyclone Ditwah to bring more rainfall in Chennai

 

চেন্নাই, ১ ডিসেম্বর : ঘূর্ণিঝড় দিতওয়াহ-র দাপট কমলেও তামিলনাড়ু ও পুদুচেরিতে বৃষ্টি চলছেই। সোমবার সকালেও মুষলধারে বৃষ্টি হয়েছে চেন্নাই ও পুদুচেরিতে। চেন্নাইয়ের মেরিনা সৈকতে ঝোড়ো হাওয়া বইতে থাকে, এদিন সকালেও উত্তাল ছিল সমুদ্র। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলাতেও এদিন ভারী বৃষ্টি হয়েছে।

পুদুচেরির গান্ধী সৈকতে ঘূর্ণিঝড়-পরবর্তী প্রভাব দেখা গিয়েছে, তবে বৃষ্টি অনেকটাই কমেছে। এদিকে, অপারেশন সাগর বন্ধুর আওতায় কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া ভারতীয় যাত্রীদের শেষ দলটি দেশে এসে পৌঁছেছে। সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ ভারতীয় বায়ুসেনার বিমানে ১০৪ জন আটকে পড়া ভারতীয় তিরুবনন্তপুরমে পৌঁছেছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে বহু মানুষের। দ্বীপরাষ্ট্রে তাণ্ডব চালিয়ে রবিবার সন্ধ্যায় ভারতের উপকূলে পৌঁছোয় ঘূর্ণিঝড় দিতওয়াহ। তামিলনাড়ুতেও ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭ হাজার হেক্টর কৃষিজমির।

You might also like!