Entertainment

8 hours ago

Monali Thakur: হীরের আংটি খোঁজার নাটকীয় মুহূর্ত, বিমানবন্দরের অভিজ্ঞতা শেয়ার করলেন মোনালি

Singer Monali Thakur
Singer Monali Thakur

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শখের জিনিস যখন মূল্যবান হয়, তা হারানোর দুঃখ সবাই অনুভব করেন। কিন্তু চোখের সামনে যদি সেটি পড়ে যায়, নর্দমা বা নোংরা কিছুতে, তখন অন্তত পুনরুদ্ধারের চেষ্টা সকলেই করেন। ঠিক এমনই একটি অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী ও সংগীতশিল্পী মোনালি ঠাকুর। 

সুইজারল্যান্ড সফরে গিয়ে একটি মজাদার অভিজ্ঞতার সম্মুখীন হলেন মোনালি। যদিও ব্যাপারটা যখন ঘটেছিল তখন মোটেই সেটি মজাদার ছিল না। বিমানবন্দর থেকে বেরিয়ে ভোরবেলায় একটি ভিডিও পোস্ট করে মোনালি জানান, নোংরা ফেলার জন্য ডাস্টবিনের কাছে যাওয়ার সময় আচমকায় তাঁর হাতে থাকা মূল্যবান হীরের আংটি ডাস্টবিনে পড়ে যায়। 

সৌভাগ্যবশত মোনালি নিজেই সেটি সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যান আর তাই এক মুহূর্ত দেরি না করেই ডাস্টবিনে হাত ঢুকিয়ে আংটি খোঁজার চেষ্টা করেন। যদিও এটি অতটাও সহজ ছিল না, কিন্তু ভোরবেলা বিমানবন্দর ফাঁকা থাকায় এবং কিছু অচেনা মানুষ সাহায্য করতে এগিয়ে আসায় তিনি অবশেষে মূল্যবান আংটিটি উদ্ধার করতে সক্ষম হন।

উল্লেখ্য, কিছুদিন আগে মোনালি কোচবিহারের দিনাঘাটায় একটি অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন শ্বাসকষ্ট হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে তিনি সকলের কাছে ক্ষমা চেয়েছিলেন। 

You might also like!