
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর মঙ্গলবার, ১৬ ডিসেম্বর প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। নির্বাচন কমিশনের নির্দিষ্ট দুটি ওয়েবসাইটে এই তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর কার নাম তালিকায় রয়েছে, কার নাম বাদ পড়েছে—সব তথ্যই জানা যাচ্ছে এই খসড়া তালিকা থেকে।
শুধু তাই নয়, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অনুপস্থিত ভোটার এমনকি তথাকথিত ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই তালিকায়। প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে নিখোঁজ হিসেবে চিহ্নিত ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন এবং মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন। পাশাপাশি ১ লক্ষ ৩৮ হাজার ডুপ্লিকেট ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, খসড়া তালিকায় ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যা দেখানো হয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।
খসড়া তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা, দেখে নিন সহজ উপায়ে—
https://ceowestbengal.wb.gov.in/SIR অথবা https://electoralsearch.eci.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করলে দেখবেন বাঁদিকে রয়েছে EPIC Number এবং ডানদিকে রাজ্যের নাম দেওয়া জায়গা। এই দুই জায়গা পূরণ করতে হবে। অর্থাৎ আপনার EPIC Number এবং রাজ্যের নাম দিন। এর নিচে রয়েছে একটি captcha code, পাশের খালি জায়গায় কোড বসান। তার নিচে পাবেন SEARCH অপশন। সেখানে ক্লিক করলে নিজের নাম দেখতে পাবেন।
এছাড়া খসড়া ভোটার তালিকা দেখা যাবে কমিশনের অ্যাপ – ECINET. কীভাবে দেখবেন নিজের নাম? এই অ্যাপটি খোলার পর দেখবেন সবুজ রঙের একটি ফাঁকা জায়গায় লেখা ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’। তাতে ‘ক্লিক’ করলে নতুন পাতা খুলে যাবে। তারপর ক্লিক করতে হবে ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নিচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার নাম খসড়া তালিকায় রয়েছে কি না।
