Game

7 hours ago

Formula One 2025: ফর্মুলা ওয়ানে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন লান্ডো নরিস

Lando Norris
Lando Norris

 

আবুধাবি, ৮ ডিসেম্বর : আবুধাবিতে রবিবার ম্যাক্স ভেরস্টাপেনের চার বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ফর্মুলা ওয়ানে চালকদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ব্রিটেনের লান্ডো নরিস। ভেরস্টাপেন আবুধাবি গ্রাঁ প্রিঁ জিতলেও সেটা ম্যাকলারেনের হয়ে নরিসের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয় ঠেকাতে পারেনি।

ডাচ ড্রাইভার ভেরস্টাপেন ১২.৫ সেকেন্ড ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকা অস্কার পিয়াস্ত্রিকে পেছনে ফেলে আবুধাবি গ্রাঁ প্রিঁ জেতেন। তৃতীয় হওয়া নরিসের সঙ্গে ভেরস্টাপেনের ব্যবধান ছিল ১৬.৫ সেকেন্ডের। বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব জিততে আবু ধাবিতে বিজয় মঞ্চে থাকাটা নিশ্চিত করতে হতো নরিসকে। তৃতীয় হয়ে ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ তালিকায় ভেরস্টাপেনকে ২ পয়েন্ট ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে ওঠেন নরিস। তৃতীয় পিয়াস্ত্রির সঙ্গে তাঁর ব্যবধান ১৩ পয়েন্টের।

এবারের আগে সর্বশেষ চারবারই বিশ্ব চ্যাম্পিয়নের এই খেতাব জিতেছেন ভেরস্টাপেন। নরিস এবার জেতায় ১৪৫৭ দিনের মধ্যে এই প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিততে ব্যর্থ হলেন ভেরস্টাপেন।

You might also like!