
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রবিবারই প্রিয় অভিনেতা ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তির সুখবর আসে। চার দশকের দীর্ঘ চলচ্চিত্র জীবনে দেরিতে হলেও এই স্বীকৃতি বাংলার সিনেপাড়ায় বুম্বার প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে। তবে পদ্মশ্রী পাওয়ার আনন্দে তিনি থেমে থাকেননি। ‘কাকাবাবু’ ছবির শুটিংয়ে হল ভিলিজে ছুটছেন, পরক্ষণেই বইমেলায় শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের সঙ্গে সাধারণতন্ত্র দিবস উদযাপন করাও ছিল তার কর্মসূচির অভিনব এক অংশ।
এই আবহেই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ঘটে গেল এক মর্মস্পর্শী ঘটনা। ভক্তরা ‘কাকাবাবু’কে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। কেউ সেলফি তুলতে চাইছেন, কেউ সরাসরি অভিনেতাকে স্পর্শ করতে চাইছেন,একাংশ আবার কেনা বইয়ে ‘কাকাবাবু’র সই করানোর জন্য আবদার জানাচ্ছিলেন। এমন সময় এক কিশোরী ভিড়ের ফাঁক দিয়ে ঢুকে হঠাৎ তার পায়ে মাথা স্পর্শ করে। প্রিয় তারকার সানিধ্যে কিশোরীকে কাঁদতে দেখা যায়। প্রসেনজিৎ নিজেই তাকে হাত ধরে তুলে নেন, চোখের জল মুছে বুকে টেনে নেন। আর সেই মর্মস্পর্শী ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটভুবনে দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। যা দেখে অনুরাগীদের মন্তব্য, প্রিয় ‘বুম্বাদা’ আবারও প্রমাণ করলেন কেন তিনি বাংলা সিনেদর্শকদের মনের রাজা।
সদ্য ২৩ জানুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘বিজয়নগরের হীরে’, যেখানে কাকাবাবু রহস্য উন্মোচনের প্রেক্ষাপট হাম্পি। বলিউডের ‘বর্ডার ২’ সিনেমার দাপটের মাঝেও প্রসেনজিৎ নিজের সৌন্দর্য এবং অভিনয়দক্ষতায় প্রেক্ষাগৃহ আলোকিত করছেন। বলা বাহুল্য, এবারের বইমেলায় ঘটে যাওয়া মধুর মুহূর্ত ইতিমধ্যেই অনুরাগীদের মন জয় করেছে।
