
নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে আমি তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই। শ্রদ্ধেয় বাপু সর্বদা স্বদেশীর উপর জোর দিতেন, যা একটি বিকশিত ও আত্মনির্ভর ভারতের জন্য আমাদের সংকল্পের ভিত্তি। তাঁর ব্যক্তিত্ব এবং কৃতিত্ব সর্বদা আমাদের দেশবাসীকে কর্তব্যের পথে চলতে অনুপ্রাণিত করবে।
राष्ट्रपिता महात्मा गांधी को उनकी पुण्यतिथि पर मेरा शत-शत नमन। पूज्य बापू का हमेशा स्वदेशी पर बल रहा, जो विकसित और आत्मनिर्भर भारत के हमारे संकल्प का भी आधारस्तंभ है। उनका व्यक्तित्व और कृतित्व देशवासियों को कर्तव्य पथ पर चलने के लिए सदैव प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) January 30, 2026
