
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সরকারি পরিচয়পত্র হিসেবে বর্তমানে আধার কার্ডের গুরুত্ব সবচেয়ে বেশি। ফোনের সিম কেনা থেকে শুরু করে হোটেলে প্রবেশ (চেক ইন), এমনকি ভোটদান পর্যন্ত আধার কার্ডের শনাক্তকরণ ব্যবহার করা হয়। এছাড়াও, বেসরকারি অনেক কাজকর্মেও আধার কার্ডের প্রয়োজন হয়। যার ফলস্বরূপ, সব সময় আধার কার্ডের একটি কপি কাছে রাখা জরুরি।
অনেকেই আধার কার্ড ফটোকপি করে নিজেদের কাছে সংরক্ষণ করেন। কিন্তু সেক্ষেত্রে আধার কার্ড নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ সাধারণ কাগজের কার্ড সহজেই ছিঁড়ে যেতে পারে। সেই কারণে অনেকে পরিবর্তে PVC আধার কার্ড কাছে রাখেন।
PVC আধার কার্ডের সুবিধা হলো, এটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এমনকি, জলে ভিজলেও কোনো সমস্যা হয় না। সেই কারণে অনেকে একটি PVC আধার কার্ড নিজের কাছে রাখতে পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন, কীভাবে PVC আধার কার্ড পাওয়া সম্ভব? এবং এর জন্য মোট কত টাকা ব্যয় হতে পারে? এই প্রতিবেদনে আপনি সেই সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।
প্রথমেই জানিয়ে রাখা দরকার, PVC আধার কার্ডের জন্য আপনি অনলাইনেই আবেদন করতে পারেন ৷ আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই ৷ নিজের কাছে থাকা স্মার্টফোনই যথেষ্ট ৷ এবং PVC আধার কার্ডের জন্য আপনাকে 50 টাকা খরচ করতে হবে ৷ তাহলেই প্রিন্টেড PVC আধার কার্ড আপনার বাড়িতে পৌঁছে যাবে ৷
কীভাবে অর্ডার করবেন ?
প্রথমে নিজের ফোন বা ডেস্কটপ থেকে uidai ওয়েবসাইট ভিজিট করুন ৷
ওয়েবসাইট URL হল - https://myaadhaar.uidai.gov.in/en_IN
সেখানে রয়েছে একটি অপশন Order Aadhar PVC Card
ক্লিক করুন সেই অপশনে
তারপর নতুন একটি পেজ ওপেন হবে
সেখানে আপনার আধার নম্বর দিতে হবে
ভেরিফিকেশনের জন্য নিজের ফোন নম্বর দিন এবং OTP আসার পর OTP দিয়ে ইনপুট করুন ৷
এরপর সাবমিট করলেই পরের পেজে ল্যান্ড করবে
সেখানে 50 টাকা পেমেন্ট করতে হবে ৷ UPI বা অন্য মেথডে পেমেন্ট করতে পারেন ৷
পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হলেই আধার কার্ডে দেওয়া আপনার ঠিকানায় পৌঁছে যাবে PVC আধার ৷
