Technology

6 hours ago

iPhone 16: আইফোন গ্রাহকদের জন্য সুখবর — বছরের শেষে ফ্ল্যাশ সেলে Apple–র iPhone 16 এখন Flipkart–এ বিশাল ছাড়ে!

Apple's iPhone 16
Apple's iPhone 16

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! বছর শেষে বিশাল ছাড়ে বিক্রি হচ্ছে অ্যাপলের iPhone 16। প্রায় ৮০ হাজার টাকার এই স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে মাত্র ৫৫,৯৯৯ টাকায়—অর্থাৎ সাশ্রয় হবে প্রায় ২৪ হাজার টাকা। জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টেই মিলছে এই বিশেষ অফার।

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে “Buy Buy 2025” সেল। গত ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ ছাড় চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এই ৬ দিনে আইফোন ১৬-এর দামে দেখা যাচ্ছে বিরাট ছাড়। ৭৯,৯০০ হাজার টাকার আইফোন ১৬ এই ৬ দিনের জন্য গ্রাহকরা পাবেন মাত্র ৫৫,৯৯৯ টাকায়। অর্থাৎ ২৪ হাজার টাকা সাশ্রয়। উল্লেখ্য, আইফোন ১৭ বাজারে আসার পর আইফোন ১৬-এর দাম কিছুটা কমানো হয়েছিল সংস্থার তরফে। সেবার ১০ হাজার টাকা কমিয়ে এর দাম হয় ৬৯,৯০০। সেই হিসেবে আরও ১৪ হাজার টাকা দাম কমতে চলেছে আইফোন ১৬-এর।

ফ্লিপকার্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে iPhone 16-এর দাম ৫৫,৯৯৯ টাকা। নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড ব্যবহার করলে মিলছে অতিরিক্ত ছাড়ও। ফোনটি পাওয়া যাচ্ছে ১২৮GB, ২৫৬GB এবং ৫১২GB—এই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে।আইফোন ১৬-তে রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। শক্তিশালী A18 বায়োনিক প্রসেসর গেমিং, মাল্টিটাস্কিং ও AI-নির্ভর ফিচারগুলোকে করে তুলেছে আরও দ্রুত ও স্মুথ। এতে অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধাও রয়েছে, যা স্মার্ট টাইপিং, ফটো এডিটিং এবং সিরির মতো ফিচারকে আগের তুলনায় আরও উন্নত অভিজ্ঞতা দেয়। ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ—যার প্রাইমারি ক্যামেরা উচ্চ রেজোলিউশনে কম আলোতেও পরিষ্কার ছবি তুলতে সক্ষম। সফটওয়্যার হিসেবে আছে iOS 18, যা ভবিষ্যতে iOS 26 পর্যন্ত আপগ্রেড করা যাবে।

You might also like!