
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানে ছোট পরিবার, কর্মব্যস্ত জীবন আর সার্বক্ষণিক নজরদারির প্রয়োজনীয়তার কারণে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো এখন বেশ সাধারণ বিষয়। স্বামী-স্ত্রী দু’জনেই কর্মরত, বাড়িতে রয়েছেন বয়স্ক বাবা-মা বা ছোট সন্তান—অনেক ক্ষেত্রেই পরিচারিকার তত্ত্বাবধানে তাঁদের রাখতে হয়। এমন ক্ষেত্রে গৃহের অন্দরে নজর রাখতে নির্ভর করতে হয় প্রযুক্তির উপর। কিন্তু জানেন কি, আপনার অপ্রয়োজনীয় হয়ে পড়া পুরনো স্মার্টফোনই খুব সহজেই সিকিউরিটি ক্যামেরার মতো কাজ করতে পারে?
একদমই ঠিক, এক্ষেত্রে কোনো বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন নেই। কিছু সহজ ধাপ অনুসরণ করলেই পুরনো ফোন হয়ে উঠবে কার্যত নিরাপত্তার মূল ডিভাইস। ফলে বাড়তি সিসিটিভি কিনতে খরচও বাঁচবে, আবার বাড়ির নিরাপত্তাও থাকবে হাতের মুঠোয়।
কীভাবে কাজ করবে পুরনো ফোন? নিম্নে রইল ধাপে ধাপে প্রক্রিয়া-
১. মোবাইল ফোনকে সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে প্রয়োজন দুটি মোবাইল। একটি বাড়িতে থাকবে। অন্যটি থাকবে আপনার কাছে। সেটিতে আপনি দেখতে পারবেন বাড়িতে কী হচ্ছে।
২. প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ইনস্টল করুন। একাধিক অ্যাপ পাবেন। রেটিং দেখে যে কোনও একটি ডাউনলোড করুন। অবশ্যই দুটি মোবাইলে একই অ্যাপ ইনস্টল করতে হবে।
৩. অ্যাপ ডাউনলোডের পর একই অ্যাকাউন্ট লগ ইন করে দুটো ডিভাইসকে পেয়ার করতে হবে। নাহলে কিন্তু কোনও লাভ নেই।

৪. এবার যে জায়গায় নজরদারি চালাতে চান-ঘর, বারান্দা বা সিঁড়ি, পছন্দ মতো জায়গায় পুরনো ফোনটি রেখে দিন অ্যাপটি অন করে। মাথায় রাখবেন, ক্যামেরার অ্যাঙ্গেল যেন ঠিকঠাক হয়। ওয়াইফাই কানেকশনও ঠিকঠাক হতে হবে। যদি চার্জার ব্যবহারে সমস্যা থাকে সেক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্ক আবশ্যক।
৫. এবার যে ফোনে আপনি বাইরে থেকে দেখবেন সেটিতে ক্যামেরার লাইভ ফিড অন করুন। এবার প্রয়োজন মতো সেটিংস চেঞ্জ করে নিন।
৬. ব্যস, আপনার কাজ শেষ। এবার প্রয়োজন হলেই বাড়িতে কী হচ্ছে তা দেখে নিতে পারবেন নিমেষে। তবে এক্ষেত্রে কিছু সমস্যাও আছে। সিসিটিভির মতো স্বচ্ছ ছবি পাবেন না। ব্যাটারি ও স্টোরেজের সমস্যা হওয়া স্বাভাবিক।
