Entertainment

1 hour ago

Saif-Kareena: ‘করিনার সঙ্গে সম্পর্কের শুরুতে নিরাপত্তাহীনতায় ভুগতাম’, সইফের সাক্ষাৎকারে প্রকাশ্যে এল ‘সইফিনা’র প্রেমের নিরাপত্তাহীনতার গল্প

Kareena Kapoor and Saif Ali Khan
Kareena Kapoor and Saif Ali Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের জনপ্রিয় ‘সইফিনা’ জুটি।  বিনোদুনিয়ার জনপ্রিয় এই ‘সইফিনা’ জুটি অর্থাৎ ছোট নবাব সইফ আলি খান এবং নবাবঘরনি করিনা কাপুর, বিবাহিত জীবনের তেরো বছর পার করেছেন। একসঙ্গে পথ চলার এতগুলো বছর কাটিয়ে ফেললেও মাঝেমাঝেই করিনার সঙ্গে সম্পর্কের শুরু দিনগুলোকে স্মরণ করেন সইফ। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনার সঙ্গে সম্পর্ক শুরুর গল্পগুলো ভাগ করে নিলেন দর্শকদের সাথে। 

সইফ জানান, “করিনা এমন একজন মানুষ যার কোনও তুলনা হয় না। আমি করিনার সঙ্গে আমার জীবনটা পার্টনার হিসেবে কাটাতে পেরে ধন্য। কিন্তু আমি ওর সঙ্গে সম্পর্কের শুরুতে ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতাম। এইসময় আমি রানি মুখোপাধ্যায়ের সঙ্গে পরপর ছবি করছিলাম। রানি আমাকে উপদেশ দিয়েছিল সম্পর্কে নেতিবাচক দিক সরিয়ে রাখতে এবং সম্পর্কে আমিই সব এমন হাবভাব না দেখাতে। আসলে আমি করিনার সঙ্গে সম্পর্কে আসার আগে যাঁদের ডেট করেছি তাঁরা কেউ বিনোদুনিয়ার ছিলেন না। তাই আমাকে সেভাবে তলিয়ে ভাবতে হয়নি। কিন্তু করিনার সঙ্গে সম্পর্কে যাওয়ার পর আমাকে এটা মাথায় রাখতে হয়েছিল”


পাশাপাশি তিনি বলেন, “ও বিভিন্ন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবে, তাঁদের সঙ্গে পর্দায় রোম্যান্স করবে। এটা জানা সত্ত্বেও মেনে নেওয়া আমার জন্য একটু কঠিনই ছিল।” সম্পর্কের বয়স বাড়লে পার্টনারের জীবনযাত্রা সম্পর্কে অবগত হওয়ার পর অনেক কিছু মানিয়ে নেওয়া সহজ হয় কিন্তু সম্পর্কের শুরুতে অনেক কিছু নিয়েই আশঙ্কা থাকে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল।” 


Rani's advice to Saif when he started dating Kareena
byu/BlankIDYuh inBollyBlindsNGossip

You might also like!