Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Game

53 minutes ago

Champions League 2025-26: চ্যাম্পিয়ন্স লিগ, ভাল পারফরম্যান্স দেখিয়ে জয়ে ফিরল বায়ার্ন মিউনিখ

Bayern Munich Strikes Back
Bayern Munich Strikes Back

 

মিউনিখ, ১০ ডিসেম্বর : আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে প্রাক্তন চ্যাম্পিয়নরা স্পোর্তিং লিসবনের বিরুদ্ধে। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েও ম্যাচে প্রভাব বিস্তার করতে পারলো না স্পোর্তিং লিসবন। বরং ১২ মিনিটের মধ্যে তিনবার জালে বল পাঠিয়ে বায়ার্ন মিউনিখ বাজিমাত করলো। পিছিয়ে পড়ার পর সমতা টানেন সের্গে জিনাব্রি। এরপর লেনার্ট কার্ল দলকে এগিয়ে নেন এবং একটু পর ব্যবধান বাড়ান জোনাথন টাহ। উল্লেখ্য,আসরে প্রথম চার রাউন্ডে জয়ের পর, গত ম্যাচে আর্সেনালের মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বায়ার্ন।

এ দিনের ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের পজেশনে রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে মিউনিখ। আর স্পোর্তিং চারটি শট নিলেও একটিও লক্ষ্যে ছিল না। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট হলো বায়ার্ন মিউনিখের। এক ম্যাচ কম খেলা আর্সেনাল সমান পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। আর আসরে স্পোর্তিংয়ের এটা দ্বিতীয় পরাজয়। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত নবম স্থানে আছে পর্তুগিজ ক্লাবটি।

You might also like!