Game

1 hour ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ, সরাসরি শেষ ষোলোয় পৌঁছনো দল এবং প্লে-অফের দলের তালিকা

UCL Knockout Phase Play-Offs Announced
UCL Knockout Phase Play-Offs Announced

 

কলকাতা, ২৯ জানুয়ারি : নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব। শেষ গেম ডে'র আগে মাত্র দুইটি দল সরাসরি শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছিল। ফলে সরাসরি শেষ ষোলোয় গেছে বেশ কিছু দল, আর বেশ কিছু দলকে খেলতে হবে প্লে-অফ।

সরাসরি শেষ ষোলোয় যারা:

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সিলোনা, চেলসি, স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে যারা:

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, জুভেন্টাস, অ্যাতলেটিকো মাদ্রিদ, আতালান্তা, বেয়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট, বেনফিকা।

You might also like!