Entertainment

1 hour ago

Mohit Chauhan Concert: ভোপালে শো চলাকালীন মঞ্চে দুর্ঘটনা! দুর্ঘটনার ভিডিও ভাইরাল মোহিত চৌহানের

Mohit Chauhan Concert Video Goes Viral
Mohit Chauhan Concert Video Goes Viral

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার ভোপালে একটি শোতে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে মঞ্চে পড়ে গিয়েছেন জনপ্রিয় গায়ক মোহিত চৌহান। সূত্রের খবর, বড় ধরনের চোট লাগেনি এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। 

সোমবার ভোপালে এইমসে একটি শো করতে গিয়েছিলেন মোহিত। শো চলাকালীন এহেন ঘটনা ঘটে। গান গাইতে গাইতে মোহিত মঞ্চের একদিকে দর্শকদের দিকে এগিয়ে যান। সুরের মূর্ছনায় ভেসে থাকা গায়ক মঞ্চের পাশে আলোর স্ট্যান্ডের একটি অংশের সাথে পা আটকে পড়ে যান। মুহূর্তের মধ্যে তিনি হুমড়ি খেয়ে মঞ্চে মুখ থুবড়ে পড়েন। তাঁর সঙ্গে থাকা দলের অন্যান্য সদস্যরা সঙ্গে সঙ্গে ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দ্রুত প্রদান করা হয়। 

মঞ্চে এহেন দুর্ঘটনার একটি ভিডিও মুহূর্তেই  সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সংবাদমাধ্যম এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবুও নেটিজেনরা এবং গায়কের ভক্তরা তাঁর সুস্থতা কামনা করছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর সুস্থতা কামনা করেন। তবে শেষ খবর অনুযায়ী, তিনি বর্তমানে সুস্থ আছেন।  


You might also like!