
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাছায়ার পরিবারে নতুন আনন্দের খবর। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতী, সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দ্বিতীয়বার মা হন এবং তাদের সংসারে আসে আরও এক নতুন অতিথি।
উল্লেখযোগ্য যে, ভারতী সিং ওইদিন ‘লাফটার শেফস’ নামের টেলিভিশন শোয়ের শুটিং করার কথা ছিল। সকালবেলা শুটিংয়ে হাজির হওয়ার পর ভারতী আচমকাই অসুস্থবোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী হর্ষ লিম্বাছায়া। সেখানেই তিনি জন্ম দেন ফুটফুটে এক পুত্র সন্তানের। প্রসঙ্গত, সেলেব দম্পতির প্রথম পুত্র সন্তানের নাম লক্ষ্য। ডাকনাম গোল্লা।

ভারতী ও হর্ষ সুইজারল্যান্ড সফরে ভারতীর দ্বিতীয়বার গর্ভাবস্থার সুখবর প্রকাশ্যে এনেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভারতী নিজের মেটারনিটি ফটোশুটের ছবি শেয়ার করেছিলেন। সাদা ফুলের অলঙ্করণ-সহ নীল সিল্কের গাউন পরেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন ‘দ্বিতীয় বেবি লিম্বাছায়া আসছে শিগগিরি।’
ভারতী স্বীকার করেছেন, তিনি প্রাথমিকভাবে বুঝতে পারেননি যে তিনি গর্ভবতী। ওজন বেশি হওয়ায় তা তাঁর নজরে আসেনি। তবু তিনি শুটিং, মঞ্চ পারফর্মেন্স ও পরিবারের কাজ সবটাই আনন্দের সঙ্গে একত্রে সামলেছেন। এমনকী বেশ কিছু সাক্ষাৎকারেও ভারতী জানিয়েছিলেন বেশ কয়েকবার যে তিনি দ্বিতীয়বার মা হতে চান। ভারতী এই নিয়ে বলেন, ”আমি যে দ্বিতীয়বার মা হতে চলেছি তা আমি একেবারেই বুঝতে পারিনি। আমি এই অবস্থায় পারফর্ম করেছি, ঘর ও বাইরের কাজ সমানতালে সামলেছি। আমার ওজন বেশি হওয়ার কারণেই আমি বুঝতে পারিনি যে আমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। হঠাৎই একদিন আমার মনে হয়েছিল একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক। আর তা করার পরই দেখলাম পজিটিভ এল। আমি সঙ্গে সঙ্গে এই খবর হর্ষকে জানাই। এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের একটা খবর। আমদের মনে হয়েছিল যে দ্বিতীয় সন্তান নেওয়ার এটাই সঠিক সময়।”
