
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : রাজধানী দিল্লি শুক্রবারও দূষণের কবলে। ধোঁয়াশার ঘনঘটা কমছেই না। ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম মন্দির, আইটিও সর্বত্রই শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। এদিন সকালে দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল মন্দ পর্যায়েই, কোথাও কোথাও আবার উদ্বেগজনক স্তরে।
রাজধানীর আইটিও এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৫৪, ইন্ডিয়া গেট ও কর্তব্যপথ এলাকায় ২৬৫, দিল্লি এইমস এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৩৮। গাজীপুরের পরিস্থিতি খুবই উদ্বেগজনক ছিল, সেখানে একিউআই রেকর্ড হয়েছে ৩৮৬। দিল্লির আনন্দ বিহারে এদিন সকালে বাতাসের গুণগতমানের সূচক ছিল ৩৮০।
শীতের দাপট ইতিমধ্যেই শুরু হয়েছে রাজধানীতে, আগামী ২৪ ঘণ্টাও এমনই ঠান্ডা বজায় থাকবে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বজায় থাকবে ঠান্ডা। উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশে সকালের দিকে থাকতে পারে কুয়াশা। উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
