Game

1 hour ago

ICC U19 World Cup 2026: এক মাস আগেই যুব বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

Pakistan announce 15-member squad for ICC U19 Men's World Cup 2026
Pakistan announce 15-member squad for ICC U19 Men's World Cup 2026

 

করাচি, ১৯ ডিসেম্বর : যুব বিশ্বকাপ শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। তার প্রায় এক মাস আগেই শুক্রবার দল ঘোষণা করে দিল পাকিস্তান। পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ফারহান। বিশ্বকাপের আগে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তানের যুবারা। বিশ্বকাপের স্কোয়াড নিয়েই ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। যুব বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং জিম্বাবুয়ে।

বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড:

ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান, আব্দুল সুবহান, আহমেদ হোসেন, আলী হাসান, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহর, হুজাইফা আহসান, মমিন কামার, মহম্মদ সায়েম, মহম্মদ সায়ান, নিকাব শফিক, সামির মিনহাজ এবং উমর জাইব।

You might also like!