Entertainment

1 hour ago

John Abraham: ভাঙা চেহারায় ধরা দিলেন জন আব্রাহাম! ফিটনেস আইকনের নতুন লুক দেখে উদ্বিগ্ন অনুরাগীরা

John Abraham's new look
John Abraham's new look

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে শরীরচর্চা আর সুঠাম গড়নের প্রসঙ্গ উঠলেই যে ক’জন তারকার নাম প্রথম সারিতে আসে, তাঁদের মধ্যে জন আব্রাহাম অন্যতম। বিদ্যুৎ জামওয়াল, অক্ষয় কুমার, টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘদিন ধরেই ‘ফিটনেস ফ্রিক’ তকমা জুড়ে রয়েছে তাঁর নামের পাশে। ‘জিসম’, ‘ধুম’-এর মতো ছবিতে শার্টলেস অবতারে নারীমনে ঝড় তোলা সেই ‘হ্যান্ডসাম হাঙ্ক’-এর চেহারাই এবার নেটভুবনে চর্চার কেন্দ্রে। কারণ, সদ্য ভাইরাল হওয়া একটি ছবিতে জন আব্রাহামের বদলে যাওয়া লুক দেখে রীতিমতো আঁতকে উঠেছেন অনুরাগীরা।

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, জনের গাল বেশ তোবড়ানো, ওজনও কমেছে চোখে পড়ার মতো। ক্লিন সেভ লুকে মুখে স্পষ্ট বলিরেখা, চুলেও ধরা পড়েছে পাক। যদিও তাঁর পেশিবহুল হাত এখনও নজর কাড়ে, তবু এতদিন রিল ও রিয়েল লাইফে সুঠাম, শক্তপোক্ত চেহারায় অভ্যস্ত দর্শকের কাছে এই লুক একেবারেই অপ্রত্যাশিত। ২০২৩ সালের ‘পাঠান’ ছবিতেও ভয় ধরানো অ্যাকশন দৃশ্যে দর্শকদের শিহরিত করেছিলেন জন। সেই নায়ককেই এমন ‘জরাজীর্ণ’ চেহারায় দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—সব ঠিক তো?


সম্প্রতি জন আব্রাহামের টিমের এক সদস্যের সঙ্গে তোলা একটি সেলফি থেকেই শুরু হয়েছে এই বিতর্ক। ছবিটি ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় শুরু হয় মন্তব্যের ঝড়। কেউ প্রশ্ন তুলছেন, “জন কি অসুস্থ?” কেউ আবার লিখছেন, “সেই ফিটনেস আইকনের এ কী অবস্থা!” আবার কারও নজর পড়েছে অভিনেতার মুখের বয়সের ছাপের দিকে। তবে সব মন্তব্যই যে উদ্বেগে ভরা, তা নয়। অনুরাগীদের একাংশের মতে, সম্ভবত নতুন কোনও ছবির চরিত্রের প্রয়োজনে এমন লুক ধরেছেন জন আব্রাহাম। আবার কেউ বলছেন, পঞ্চাশ পেরোনো অভিনেতার ক্ষেত্রে চেহারায় বয়সের ছাপ পড়া অস্বাভাবিক নয়। সব মিলিয়ে একটি ছবিই আপাতত সোশাল পাড়ায় ঝড় তুলেছে। নীরব রয়েছেন জন নিজে, ফলে জল্পনা আরও জোরালো হচ্ছে—এই বদলে যাওয়া লুক কি নতুন কোনও চমকের ইঙ্গিত?

You might also like!