Entertainment

1 hour ago

Sourav Chakraborty: মধুমিতার বিয়ের রেশ কাটতে না কাটতেই সৌরভ–শুভস্মিতার সমীকরণে টলিপাড়ায় জোর গুঞ্জন

actor Sourav Chakraborty and Suvosmita Mukherjee
actor Sourav Chakraborty and Suvosmita Mukherjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সরস্বতী পুজোর দিন শৈশবের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন মধুমিতা সরকার। সেই খবরে দিন দুয়েক ধরেই আনন্দে রঙিন টলিপাড়া। তবে প্রাক্তন স্ত্রী’র নতুন দাম্পত্য ইনিংস শুরু হতেই অন্য এক সমীকরণ ঘিরে কৌতূহল চরমে—মধুমিতার প্রাক্তন স্বামী, অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে ‘লক্ষ্মী ঝাঁপি’ খ্যাত অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

বসন্ত পঞ্চমীর দিন সৌরভ ও শুভস্মিতার ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবি থেকেই জল্পনার সূত্রপাত। ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’র জনপ্রিয় রিল জুটিকে ছবিতে দেখা গিয়েছে খুনসুটিতে মেতে উঠতে। কখনও শুভস্মিতা সৌরভের বাহুলগ্না, তো কখনও অভিনেতার গালে স্নেহের পরশ—এই মুহূর্তগুলোই ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, পর্দার ‘দীপ’ ও ‘ঝাঁপি’র বন্ধুত্ব কি তবে বাস্তব জীবনেও বিশেষ কিছু ইঙ্গিত দিচ্ছে?


গুঞ্জন যখন তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৌরভ চক্রবর্তী নিজেই। সংবাদমাধ্যমকে তিনি জানান, কাজের সূত্রেই শুভস্মিতার সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছে। শুটিংয়ের ফাঁকে আড্ডা, খুনসুটি—সবটাই সহকর্মীসুলভ সম্পর্কের অংশ। দর্শক যদি এই সমীকরণ দেখে অন্য কিছু ভাবেন, তা তিনি ইতিবাচকভাবেই নিচ্ছেন বলেও জানান অভিনেতা। তবে এই বন্ধুত্ব ভবিষ্যতে কোন দিকে গড়াবে, তা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ তিনি।

অন্যদিকে, শুভস্মিতার পোস্টের মন্তব্য বক্সে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা যেন আলাদা ইঙ্গিত দিচ্ছে। অনেকেই চাইছেন, রিলের রসায়ন বাস্তবেও রূপ পাক। যদিও সৌরভ–শুভস্মিতা কেউই এখনও স্পষ্ট করে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবু তাঁদের এই ঘনিষ্ঠ মুহূর্ত টলিপাড়ার ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছে বলাই যায়।

You might also like!