Entertainment

10 hours ago

Kumar Sanu: দাম্পত্য বিতর্কে আইনি লড়াই, রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

Kumar Sanu filed a defamation case against ex-wife Rita
Kumar Sanu filed a defamation case against ex-wife Rita

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানুর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সেই বিতর্ক নতুন মোড় নেয়, যখন তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে একের পর এক গুরুতর অভিযোগ তোলেন। গর্ভাবস্থায় গার্হস্থ্য হিংসা, আর্থিক অবহেলা এবং মানসিক নির্যাতনের মতো অভিযোগে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। সেই প্রেক্ষিতেই এবার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু। মানহানি মামলা দায়ের করে চাইলেন মোটা অঙ্কের ক্ষতিপূরণ। 

কুমার শানুর ব্যক্তিগতজীবন নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন সুবিখ্যাত গায়ক। মাসখানেক আগে তাঁর প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী কুনিকা সদানন্দও বিস্ফোরক মন্তব্য করেন শানুর সঙ্গে তাঁর ‘বিবাহ বহির্ভূত’ সম্পর্ক নিয়ে। তার দিন কয়েক বাদেই গায়কের প্রাক্তন স্ত্রী রীতা এক সাক্ষাৎকারে জানান, “জান যখন গর্ভে ছিল তখন আমাকে খাবার খেতে দেওয়া হত না। শানু বাড়ি থেকে বেরনোর সময়ে হেঁশেলে তালা ঝুলিয়ে যেত। একমুঠো চাল কিনে তখন আমি আমার বউদির বাড়িতে গিয়ে খিচুড়ি রেঁধে খেতাম। এমনকী আমার বাচ্চাদের জন্য দুধ পর্যন্ত আনতে দিত না। আমাকে দিনের খরচ চালানোর জন্য হাতে মাত্র ১০০ টাকা গুঁজে দিত। ডাক্তারকেও বলেছিল, আমাদের খরচ দিতে পারবে না ও। তাই ওকে ‘মানুষ’ বলাটা ভুল হবে। বাচ্চার খাবার অর্ডার করলে, দোকানদার আমাকে সাফ জানিয়ে দিত- দিতে পারব না, সাহেবের মানা রয়েছে।” এখানেই শেষ নয়! গায়কের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তোলেন প্রাক্তন স্ত্রী।

এখানেই থামেননি তিনি। রীতার বক্তব্য, “কুমার শানু ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগত। তাই আমাকে ঘর থেকে বের হতে দিত না। আমার গর্ভাবস্থায় আমাকে আদালতে পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। ওই সময়ে ও এক বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়েছিল। যেটা এখন সকলেই জানেন। আমার বয়স তখন অনেকটাই কম। আমি তো ভেবেছিলাম, আমার জীবনটাই বুঝি শেষ হয়ে গেল। আমার পরিবারও অবাক হয়ে গিয়েছিল এসব দেখেশুনে। গতবছর এক বড় পার্টিতে শানু বলে যে, আমিই নাকি ওর সাফল্যের নেপথ্যে। কিন্তু আমি তো কারণটাই জানি না! এই কুমার শানুই আমাকে আদালতে নিয়ে নিয়ে আমার খোরাক বানিয়েছিল। হেসেছিল।” এই সব মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। লাগাতার কটাক্ষের মুখে পড়ে অবশেষে আইনি পথে হাঁটেন কুমার শানু। গত অক্টোবর মাসে  আইনজীবী সানা রইস খানের মাধ্যমে প্রাক্তন স্ত্রীকে আইনি নোটিস পাঠান কুমার শানু। এবার সেই বিতর্ক আরও গভীর হল, কারণ গায়ক বম্বে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছেন। মামলায় তিনি ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

নোটিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “বিগত ৪০ বছর ধরে কুমার শানু নিজের সুরেলা কণ্ঠের জোরে লক্ষ লক্ষ শ্রোতার মন জয় করে আসছেন। যার জন্যে অগণিত ভক্ত তাঁকে যেমন ভালোবাসে, তেমন শ্রদ্ধাও করে। কিছু মিথ্যে অপবাদ কিছুক্ষণের জন্য সকলকে বিভ্রান্ত করলেও ওঁর লিগ্যাসি কোনওদিন মুছে ফেলতে পারবে না। আইনের মাধ্যমেই আমরা এর মোকাবিলা করব।” 


You might also like!