
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভাত-ডালের সঙ্গে বেগুনির যুগলবন্দি বহু দিনের। কারও পাতে দেখা যায় ডালের বড়া, আবার কারও পছন্দ কুমড়োফুলের বড়া। তবে এ বার রান্নাঘরে আসতে চলেছে এক নতুন স্বাদ—টাটকা সিম দিয়ে তৈরি পুরভরা সিম ভাজা। বাইরে থেকে দেখে অনেকেই ভুল করে এটিকে বেগুনি ভাবতে পারেন, কিন্তু এক কামড়েই ধরা দেবে সম্পূর্ণ আলাদা স্বাদ ও গন্ধ। সাধারণত সিম ভাজা, ভর্তা, ভাতে কিংবা ঝোলে খাওয়ার অভ্যেস আমাদের দীর্ঘ দিনের। কিন্তু অতিথি আপ্যায়নে বা দৈনন্দিন খাবারে একটু ভিন্নতার স্পর্শ আনতে চাইলে সিমের এই নতুন প্রস্তুতিটি হতে পারে আদর্শ। টাটকা সিমের ভেতর বিভিন্ন মশলা, নাড়ুয়া সবজি বা পছন্দসই পুর ভরে হালকা ভাবে ব্যাটার মেখে তেলে ভেজে নিলেই তৈরি হয় লোভনীয় একটি পদ।
উপকরণ:
৫-৬টি তাজা সিম
৩ টেবিল চামচ নারকেলবাটা
১ টেবিল চামচ সর্ষে-পোস্তবাটা
১ চা-চামচ কালোজিরে
১ চা-চামচ কাঁচালঙ্কা বাটা
স্বাদমতো নুন
আধ চা-চামচ হলুদ
৪ টেবিল চামচ বেসন
২টেবিল চামচ চালের গুঁড়ো
স্বাদমতো চিনি
আধ চা-চামচ বেকিং পাউডার বা খাওয়ার সোডা
প্রণালী: সিম ধুয়ে দুই প্রান্ত কেটে, লম্বালম্বি ছুরি দিয়ে ফালা করে নিন। ভিতর থেকে বীজ বার করে নিন। চামচ বা ছুরির সাহায্যে সিমের ভিতরটা পরিষ্কার করে নিলেই দেখতে পকেটের মতো হয়ে যাবে। এবার অল্প নুন-তেল মাখিয়ে সিম ভাপিয়ে নিন। ফুটন্ত জলের পাত্রের উপর ঝাঁজরির উপর সিম রেথে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে দিন। জলের ভাপে সিম হালকা সেদ্ধ হয়ে যাবে।
এ বার একটি পাত্রে নারকেলবাটা, পোস্ত-সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, স্বাদমতো নুন এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিন। হালকা সেদ্ধ সিমের পেটের ভিতরে পুর ঠেসে ঢুকিয়ে দিন।
আর একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, খাওয়ার সোডা, নুন, স্বাদমতো চিনি, হলুদ, কালো জিরে, জল দিয়ে মসৃণ করে গুলে নিন। খুব ভাল করে মিশ্রণটি ফেটাতে হবে। না হলে সিমের বাইরের আস্তরণটি ভাল ফুলবে না। চাইলে যোগ করতে পারেন পোস্ত দানাও। পুর ভরা সিম, বেসনের মিশ্রণে চুবিয়ে ছাঁকা তেলে ভাজুন। গরম ভাত-ডালের সঙ্গে দারুণ লাগবে। সান্ধ্য চা-আড্ডাতেও সিমের গরম ভাজাভুজি জমে যাবে।
