
অ্যাডিলেড, ১৮ ডিসেম্বর : চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন প্রথম টেস্টে কিছু ওভার বল করলেও, আঘাতের কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি।তবে তৃতীয় টেস্টে দলে ফিরেই ইতিহাসের পাতায় নাম লেখালেন লায়ন। বৃহস্পতিবার অ্যাডিলেড টেস্টে লায়ন নিজের প্রথম ওভারেই ২ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বিপদে ফেলেন। আর সেই সঙ্গে এই দুই উইকেট নিয়ে টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন তিনি। লায়নের উইকেট সংখ্যা এখন ৫৬৪। এর আগে ৫৬৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। বৃহস্পতিবার ২ উইকেট নিয়ে লায়ন ছাড়িয়ে গেলেন তাকে।
এদিকে টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারি বোলার শেন ওয়ার্ন। ১৪৫ টেস্ট খেলে ৭০৮ উইকেট শিকার করেছেন তিনি। তার পেছনেই এখন আছেন লায়ন। তবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তার ঝুলিতে আছে ৮০০ উইকেট।
