
কলকাতা, ৯ ডিসেম্বর : উত্তুরে হাওয়া অবাধে ঢুকছে পশ্চিবঙ্গে। ফলে শীতের পথে কোনও বাধা আপাতত দেখা যাচ্ছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবারও তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে নীচে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের সর্বত্র আাপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। বেশ কয়েকটি জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কুয়াশা থাকতে পারে সকালের দিকে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনে নতুন করে তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে। সামান্য হেরফের হতে পারে দিনের তাপমাত্রায়। সর্বত্র শীতের আমেজ বজায় থাকবে।
