Game

1 hour ago

Copa del Rey: কোপা দেল রে, এমবাপের জোড়া গোল, শেষ ষোলোয় পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ

Kylian Mbappé
Kylian Mbappé

 

মাদ্রিদ, ১৮ ডিসেম্বর : দুই গোলে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তে দারুণ লড়াই করল তালাভেরা। দুইবার ব্যবধান কমিয়ে রিয়াল মাদ্রিদকে চিন্তায় ফেলে দিয়েছিল তারা। তবে সব শঙ্কা দূর করে, কিলিয়ান এমবাপের জোড়া গোলে কাঙ্ক্ষিত জয় পেল শাবি আলোন্সোর দল। তৃতীয় স্তরের দলটির মাঠে বুধবার রাতে ৩-২ গোলে জিতে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে দুই-তৃতীয়াংশের বেশি সময় বল পজেশনে রেখে ৪১ মিনিটে এমবাপের সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। চার মিনিট পর দ্বিতীয় গোল পায় তারা। এমবাপের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন স্প্যানিশ ডিফেন্ডার ফরান্দো।

৮০ মিনিটে তালাভেরার স্পেনের ফরওয়ার্ড নাহুয়েল ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে। আট মিনিট পরেই অবশ্য নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মরসুমে এমবাপের ২৩ ম্যাচে গোল হল ২৮টি। রিয়াল মাদ্রিদের জার্সিতে সব মিলিয়ে ৭২ গোল হলো বিশ্বকাপ জয়ী এই তারকার। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আবার কমিয়ে নতুন নাটকীয়তার আভাস দেন গনসালো। কিন্তু বাকি সময়ে আর কিছু করতে পারেনি তালাভেরা।আগামী শনিবার পরের ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলবে লা লিগায়, ঘরের মাঠে সেভিয়ার বিরুদ্ধে।

You might also like!