
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুরের অভিনীত সুপারহিট ছবি ‘অ্যানিম্যল’ মুক্তির পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন—এর সিক্যুয়েল আসবে কি? সেই জল্পনা এবার কার্যত সত্যি হতে চলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই জানিয়েছেন যে, ‘অ্যানিম্যল’ এর সিক্যুয়েল ‘অ্যানিম্যল পার্ক’ নিয়ে পরিকল্পনা চলছে এবং প্রজেক্টটি বাস্তবায়নের দিকেই এগচ্ছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যল’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। ছবির শেষ অংশে পোস্ট-ক্রেডিট সিনের মাধ্যমে দর্শকদের জন্য সিক্যুয়েলের ইঙ্গিত রাখা হয়েছিল। সেই থেকেই ‘অ্যানিম্যল পার্ক’ নামটি নিয়ে শুরু হয় আলোচনা। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন রণবীর নিজেই।

অভিনেতা জানান, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা-র সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। তবে শুটিং এখনই শুরু হচ্ছে না। কারণ, পরিচালক বর্তমানে অন্য একটি বড় প্রজেক্টে ব্যস্ত, এবং সেই কাজ শেষ না হলে সিক্যুয়েলের শুটিং শুরু সম্ভব নয়। সব ঠিক থাকলে, ২০২৭ সালে ‘অ্যানিম্যল পার্ক’ শুটিং শুরু হতে পারে। রণবীর আরও জানিয়েছেন, সিক্যুয়েলের গল্প আরও বড় আকারে ভাবা হচ্ছে। নির্মাতারা তাড়াহুড়ো না করে সময় নিয়ে স্ক্রিপ্ট তৈরি করতে চাইছেন, যাতে ছবির মান বজায় থাকে। এছাড়াও, সংবাদে উল্লেখ করা হয়েছে যে, ‘অ্যানিম্যল পার্ক’-এ রণবীরকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে—অর্থাৎ নায়ক ও খলনায়ক উভয় ভূমিকায়।
‘অ্যানিম্যল’ মুক্তির পর যেমন প্রশংসা পেয়েছিল, তেমনই তার হিংসাত্মক দৃশ্য ও চরিত্র উপস্থাপনা নিয়ে বিতর্কও হয়েছিল। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে সিক্যুয়েলের গল্প ও চরিত্র নির্মাণে এখন বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাই দর্শকরা সিক্যুয়েলের জন্য কিছুটা দীর্ঘ অপেক্ষার জন্য প্রস্তুত থাকুন।
