
দৌসা, ২৭ জানুয়ারি : রাজস্থানের দৌসায় দিল্লি-মুম্বই হাইওয়ের ওপর ট্রাকে ধাক্কা মারল একটি গাড়ি, দুর্ঘটবায় মৃত্যু হয়েছে ৪ জনের। মঙ্গলবার সকালে দাউসায় দিল্লি-মুম্বই জাতীয় সড়কে ট্রাক ও গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন এক ব্যক্তি। দুর্ঘটনার সময়ে গাড়িটি উত্তর প্রদেশের নয়ডার দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, হরিয়ানা রেজিস্ট্রেশনের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে মোট ৪ জন ছিলেন, তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে দীর্ঘ সময়ের জন্য রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
