Entertainment

4 hours ago

Salman Khan: ‘হি ম্যান’ চলে গেলেও স্মৃতি অমলিন, বিগ বস ফাইনালে সলমনের আবেগঘন শ্রদ্ধা

Salman Khan Emotional on Bigg Boss 19 Finale
Salman Khan Emotional on Bigg Boss 19 Finale

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৃহৎ পর্দার কিং ধর্মেন্দ্র আজ নেই। অথচ তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলি আজও মনে হয় টাটকা। আনন্দের সেই মুহূর্তগুলি স্মরণ করলে অনেকেরই চোখে জল আসে। বিশেষ করে ‘বিগ বস’ ফাইনালের মঞ্চে সলমন খানের আবেগ লক্ষ্যণীয়। তিনি চোখে জল ধরে রাখতে পারলেন না এবং ভাইজানের মতো আবেগে ভেসে গেলেন।  

সলমন বলেন, “আমরা ‘হিম্যান’কে হারিয়েছি। ধর্মেন্দ্রজি অসাধারণ মানুষ। আমার মনে হয় না তাঁর চেয়ে ভালো কোনও মানুষ আছেন। উনি যেন রাজার মতো জীবন কাটিয়েছেন। প্রাণ খুলে বেঁচেছেন। টানা ৬০ বছর ধরে সকলকে বিনোদন দিয়েছেন। সানি, ববিকে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা উনি জীবনের শুরু থেকে শুধু বি-টাউন দিয়েই গিয়েছেন। কমেডি থেকে অ্যাকশন – সব ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে। আমিও নিজের কেরিয়ারে ধর্মেন্দ্রকে অনুসরণ করেছি। উনি নিষ্পাপ এবং চনমনে চরিত্রের। আমরা তাঁকে মিস করছি। ভালোবাসি আপনাকে।” 

সলমন আরও জানান,  “ধর্মেন্দ্রর মৃত্যু হয়েছে ২৪ নভেম্বর। ওইদিন আমার বাবার জন্মদিন। ধর্মেন্দ্রের মতো ৮ ডিসেম্বর আমার মায়েরও জন্মদিন। আমি ভাবতেও পারছিনা সানি-সহ গোটা পরিবার কীভাবে নিজেদের সামলাচ্ছেন।” সলমন সানি ও ববির প্রশংসা করে বলেন, “সুরজ বরজাতিয়া এবং ধর্মেন্দ্র – এই দু’জনের শেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ছিল একেবারে অন্যরকম। সেখানে সকলে নিয়ম মেনেছেন। সম্মান জানাচ্ছেন, কান্নাকাটি করছেন কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়নি। সানি ও ববি এই কারণে কুর্নিশ জানাই।” কথাগুলো বলতে বলতে সলমনের চোখ ভেসে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত সবাই যেন বাক্যহারা। শুধুই চোখের জলে ও হৃদয়ের চাপা কান্নায় ভারাক্রান্ত হয়ে ওঠে মন। 

You might also like!