Country

1 hour ago

Narendra Modi : বিজেপি সুশাসন ও কাজের গতিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

কলকাতা : বিজেপি সুশাসন ও কাজের গতিতে বিশ্বাসী। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  কলকাতা থেকে নদীয়ার তাহেরপুরে অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, "আমরা যারা ভারতীয় সংস্কৃতির মহত্ত্বে বিশ্বাস করি, তাঁদের কাছে নদিয়া এক বিশেষ স্থান। এই পবিত্র ভূমি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পরোপকারের ঐতিহ্য এই মাটিতে প্রবাহিত হয়েছে যুগ যুগ ধরে, যার জীবন্ত প্রতিফলন আমার মতুয়া ভাই-বোনদের মধ্যে দেখা যায়। তাই নদিয়া ও পশ্চিমবঙ্গের উন্নয়নে কাজ করতে পারা আমার কাছে এক গৌরবের বিষয়।"

প্রধানমন্ত্রী বলেন, "পশ্চিমবঙ্গের জনগণকে ক্ষমতায়িত করতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। ইতিমধ্যেই ৫২ লাখ বাড়ি মঞ্জুর হয়েছে, যা প্রত্যেক নাগরিকের মাথার ওপর ছাদ সুনিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ করবে। রাজ্যের এক কোটিরও বেশি পরিবার জল জীবন মিশনের সুবিধা পেয়েছে। একবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে এই কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং সুবিধাপ্রাপকদের সংখ্যাও বাড়বে।"

মোদী বলেন, "বিজেপি বিশ্বাস করে কাজের গতি ও পরিসরে, সুশাসনেও। কিন্তু তৃণমূল কংগ্রেসের একমাত্র চিন্তা কাটমানি ও কমিশন নিয়ে। আবাসন, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, শিক্ষা সহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প শুধুমাত্র তৃণমূলের অসহযোগিতামূলক ব্যবহারের কারণে থমকে আছে।" প্রধানমন্ত্রী বলেন, "গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের মানুষ অনেক সহ্য করেছেন। রাজ্যের নারীশক্তির অবস্থা অত্যন্ত শোচনীয়। ফুটবলপ্রেমী রাজ্য হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ এখন লজ্জিত, সৌজন্যে তৃণমূল । সাম্প্রতিক ঘটনাটি রাজ্যের অসংখ্য ফুটবলপ্রেমী তরুণ-তরুণীর হৃদয় ভেঙে দিয়েছে।"

You might also like!