Game

4 hours ago

Italian Super Cup: ইতালীয় সুপার কাপ, সেমিফাইনালে ইন্টার মিলানকে পেনাল্টিতে হারিয়েছে বোলোনা

Bologna's players celebrate after beating Inter Milan
Bologna's players celebrate after beating Inter Milan

 

রিয়াদ, ২০ ডিসেম্বর: শুক্রবার ৯০ মিনিটে ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ার পর পেনাল্টিতে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে ইতালীয় সুপার কাপের ফাইনালে নাপোলির মুখোমুখি হবে বোলোনিয়া। পেনাল্টি শুটআউটে বেশ কয়েকটি মিস করা প্রচেষ্টার পর সিরো ইমোবাইল বোলোনাকে ফাইনালে নিয়ে যায়। বৃহস্পতিবার এসি মিলানের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়ার পর সোমবার বোলোনা নেপোলির মুখোমুখি হবে। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শুরুতেই ইন্টার গোল করে, দ্বিতীয় মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি ক্রস থেকে মার্কাস থুরাম দৌড়ে এসে জালে বল পাঠান। তবে, ইন্টারের আধিপত্য সত্ত্বেও, ৩৫তম মিনিটে ডিফেন্ডার ইয়ান বিসেকের হ্যান্ডবলের ফলে বোলোনা পেনাল্টি পায়। ফরোয়ার্ড রিকার্ডো ওরসোলিনি স্পট থেকে কোনও ভুল করেননি এবং দলকে সমতায় ফিরিয়ে আনেন। এরপর দুটি দল গোল করার সুযোগ পায়, কিন্তু কোনও দলই জাল খুঁজে পায়নি। যার ফলে ম্যাচটি সরাসরি পেনাল্টি শুটআউটে যায়, যেখানে ইমোবাইল নির্ণায়ক প্রমাণিত হয়।

You might also like!