Country

5 hours ago

Air quality worsens: বিষাক্ত ধুলোর দোসর কুয়াশা, দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত পরিষেবা

Delhi smog disrupts flights
Delhi smog disrupts flights

 

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর : ক্রমশ খারাপ হচ্ছে দিল্লির বাতাসের গুণগতমান। বায়ুদূষণ ভয়াবহ চেহারা নিতে শুরু করেছে। সোমবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এ দিন সকালে বাতাসের গুণমান বিপজ্জনক স্তরে থাকায় দৃশ্যমানতা কমে গিয়েছে। সেই সঙ্গে বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে। ঘন ধোঁয়াশার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। সোমবার সকালে অনেকগুলি বিমান ছাড়তে এবং ৩৭টি ফ্লাইট নামতে দেরি হয়েছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবা বিঘ্নিত হতে পারে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো-সহ অন্যান্য বিমান সংস্থাগুলিও ফ্লাইট বিলম্বের বিষয়ে সতর্ক করেছে।

You might also like!