Country

2 hours ago

Kerala Wildlife News: একাধিক গৃহপালিত পশুকে আক্রমণ, কেরলে খাঁচাবন্দি বাঘ

Tiger trapped in Kerala’s Pathanamthitta
Tiger trapped in Kerala’s Pathanamthitta

 

তিরুবনন্তপুরম, ২২ ডিসেম্বর : গত দু'মাস ধরে কেরলের ভাদাসেরিকারা এলাকার কুম্বালাথামন অঞ্চলে একটি বাঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। একের পর এক গৃহপালিত পশুকে আক্রমণের ঘটনায় উদ্বেগ বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অবশেষে ওই প্রাপ্তবয়স্ক বাঘটিকে ধরল বন দফতর। সোমবার বাঘটিকে খাঁচাবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন বন আধিকারিকেরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় ক্যামেরা ট্র্যাপ বসানো হয়েছিল। তাতেই বাঘটির উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। পর্যবেক্ষণের পর পরিকল্পিত ভাবে অভিযান চালিয়ে সোমবার বাঘটিকে ফাঁদে ফেলা হয়। তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

You might also like!