
বার্সিলোনা, ২২ ডিসেম্বর : ১০ জনের ভিয়ারেয়ালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ফের চার পয়েন্টে এগিয়ে হান্সি ফ্লিকের দল বার্সিলোনা। প্রতিপক্ষের মাঠে রবিবার লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। ৫০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেছে ভিয়ারেয়াল। প্রথমার্ধে পেনাল্টি থেকে শিরোপাধারীদের এগিয়ে নেন রাফিনিয়া। বিরতির পর ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল। লিগে টানা অষ্টম জয় পেল বার্সিলোনা। বছরের শেষটা জয় দিয়ে বছর শেষ করল কাতালান দলটি। ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বার্সিলোনা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৩৭ পয়েন্ট নিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে তিনে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ভিয়ারেয়াল চার নম্বরে আছে।
