
আমরেলি, ১৭ ডিসেম্বর : গুজরাটের আমরেলি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও ওই গাড়িতে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। আমরেলির দমকল ইনচার্জ অফিসার এস পি সারথেজা বলেন, "দুর্ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করা হয়। একজন জীবিতকে সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে, অন্য তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। নিহতদের নাম ও পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।
