Game

2 hours ago

Afghanistan Premier League: ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আনছে আফগানিস্তান

Afghanistan Premier League
Afghanistan Premier League

 

কাবুল, ২২ ডিসেম্বর  : নতুন একটি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর ঘোষণা রবিবার করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দেশের মাটিতে নয়, এই টুর্নামেন্ট তারা আয়োজন করবে সংযুক্ত আরব আমিরশাহীতে। এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ শহরের নামে টুর্নামেন্টে থাকবে পাঁচ দল। আগামী অক্টোবরে হতে পারে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসর। সাত বছর আগে, ২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগ চালু করে এসিবি। ওই বছরের শেষ দিকে মাঠে গড়ায় প্রথম আসর। ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শাহিদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা খেলেন সেখানে।

You might also like!