
দক্ষিণ ২৪ পরগনা, ২২ ডিসেম্বর : সন্দেশখালির তৃণমূল নেতা ভোলানাথ ঘোষকে ট্রাক চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার একটি গোপন ডেরা থেকে আলিম মোল্লাকে ধরে পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল ৪। দিন কয়েক আগে বসিরহাট আদালতে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ইচ্ছাকৃতভাবে ভোলার গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় মৃত্যু হয় গাড়িতে থাকা ভোলার ছোট ছেলে এবং গাড়ির চালকের। তবে বেঁচে যান ভোলা। দুর্ঘটনার পর ভোলা জানান, শেখ শাহজাহান ঘনিষ্ঠ আলিম মোল্লাকে ট্রাকের চালকের আসনে বসে থাকতে দেখেছেন তিনি।
