
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের উপর নির্মিত বায়োপিক ‘মা বন্দে’-এর শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হলো। ছবিটির পরিচালনা করছেন সিএইচ ক্রান্তি। প্রধানমন্ত্রী মোদির চরিত্রে অভিনয় করছেন মালয়ালম অভিনেতা উন্নিমুকুন্দন। ছবির টিম পুজো ও আনুষ্ঠানিক যাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সকলের সাথে ভাগ করে নিয়েছে এই সূচনাপর্ব।
এই ছবিতে প্রধানমন্ত্রী মোদির জীবনের যাত্রাপথ তুলে ধরা হবে। বিশেষভাবে ফুটিয়ে তোলা হবে তাঁর জীবনে মায়ের অবদান ও অনুপ্রেরণার গল্প। ২০২২ সালে মাতৃহারা হওয়ার পরও প্রধানমন্ত্রী তাঁর দায়িত্ব পালন করে গেছেন। বারবার তিনি জানিয়েছেন, “আমার মা-ই আমার জীবনের অনুপ্রেরণা।” ‘মা বন্দে’ ছবিটি সম্পূর্ণ সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হবে। প্রধানমন্ত্রীর শৈশব থেকে বর্তমান রাজনৈতিক জীবন যাত্রা পর্যন্ত সবকিছুই সিনেমায় ফুটে উঠবে। এছাড়া তাঁর জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মায়ের শক্তি ও প্রেরণার ছোঁয়া থাকবে।ছবিতে শুধু রাজনৈতিক জীবনের কাহিনী নয়, বরং মা ও ছেলের মধ্যে স্নেহের সম্পর্কও প্রকাশ পাবে। মায়ের অনুপ্রেরণায় কিভাবে মোদি নিজেকে তৈরি করেছেন এবং কঠিন সময় পার করেছেন, তা এই চলচ্চিত্রে স্পষ্টভাবে চিত্রায়িত হবে।

ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল প্রধানমন্ত্রী মোদির জন্মদিন, ১৭ সেপ্টেম্বর, এবং সেই সময় থেকেই শুটিং ও নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছিল। এই বায়োপিক শুধু একটি রাজনৈতিক নেতৃত্বের জীবনের গল্প নয়, বরং এক সন্তানের দৃষ্টিকোণ থেকে মায়ের অবদানকেও তুলে ধরবে। সর্বোপরি, ‘মা বন্দে’ এমন এক সিনেমা যেখানে প্রধানমন্ত্রী মোদির জীবন ও তাঁর মায়ের ভালোবাসার সংমিশ্রণ সবটা মিলিয়ে বড় পর্দায় এক জীবন্ত পটভূমি বাস্তবায়িত হবে।
#MaaVande now rolling! ✨️
— Maa Vande (@MaaVandeMovie) December 20, 2025
A New chapter unfolds to tell the story of the man who forged the destiny of a nation.@Iamunnimukundan @veerreddy_m #KranthiKumar @silvercast_prod @sannajaji @DOPSenthilKumar @RaviBasrur @Sreekar_Prasad @sabucyril @SolomonStunts @GangadharNS1 pic.twitter.com/f2HM2A8VPJ
