Entertainment

2 hours ago

Trending Viral Video: হায়দরাবাদে উন্মত্ত ভিড়ের মাঝে চিঁড়েচ্যাপ্টা দক্ষিণী অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Samantha Ruth gets mobbed in Hyderabad
Samantha Ruth gets mobbed in Hyderabad

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে গিয়ে সামান্থা রুথ প্রভু এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন। উন্মত্ত জনতার ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হন দক্ষিণী অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষীরা যতটা সম্ভব পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন, তবে ভিড়ের চাপ এতটাই প্রবল যে কার্যত তারা ব্যর্থ হন বারংবার। 

জানা গিয়েছে, গত রবিবার হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। পরনে কালো এবং রূপোলি জরির মিশেলের শাড়ি। নির্দিষ্ট সময়মতো অনুষ্ঠানস্থলে পৌঁছে যান তিনি। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা যেন জনসমুদ্র। আর এই হঠাৎ জনতার ঢেউয়ের মধ্যে তাঁর এগিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তবে ভিড়ের মধ্যেও সামান্থা শান্ত ও ধৈর্য ধরে ছিলেন। এক সময় তিনি গাড়িতে পৌঁছতে সক্ষম হন।


প্রসঙ্গত, এই ঘটনার আগে কয়েকদিন আগে অভিনেত্রী নিধি আগরওয়ালও একই ধরনের হেনস্তার শিকার হয়েছিলেন। ‘দ্য রাজা সাব’ ছবির গান লঞ্চ অনুষ্ঠান সেরে ফেরার পথে নিধি আগরওয়ালকে কয়েকশো মানুষ ঘিরে ধরে। অভিযোগ, বেশ কয়েকজন অশালীন স্পর্শও করে তাঁকে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। পোশাক সামলে কোনওক্রমে ঘটনাস্থল ছাড়েন।  এই ঘটনার স্বল্প কয়েকদিনের মধ্যেই সামান্থার হেনস্তার ভিডিও দেখে নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। অনেকেই অনুষ্ঠানের আয়োজক কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ অনুরাগীদের দিকেও আঙুল তুলেছেন, বলেছেন, নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখাই সবচেয়ে জরুরি। যদিও এই ঘটনা নিয়ে সামান্থার এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


Why fans in south don't understand boundaries even after rajasaab incident
byu/Hungry_Business592 inBollyBlindsNGossip

You might also like!