
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) সঙ্গে বৈঠকে বসেছিলেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। কিন্তু সেই বৈঠকের মাঝেই আচমকা দেখা দেয় প্রযুক্তিগত সমস্যা। হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় মাইক। বারবার এক সমস্যার নেপথ্যে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন তিনি। এরপরই পুলিশকে একহাত নিয়ে মমতার মন্তব্য, ‘পুলিশ কী করছে? দেখে না? অ্যাকশন নেব।’
মাইক বিভ্রাট হতেই কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূল সুপ্রিমো। প্রকাশ্যে পুলিশ ও দলের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মমতার অভিযোগ, “মাইক কাজ করে না কেন ইন্ডোরের? এটা আপনাদের দায়িত্ব। পুলিশ কী করে? দেখে না কেন? পার্টির লোক যারা থাকেন তারাই বা কেন সাহায্য করবেন না? এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন এই সমস্যা কেন হবে? আমি কিন্তু এবার অ্যাকশন নেব।”
মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর দ্রুত সমস্যা মেটানোর উদ্যোগ নেওয়া হয় এবং কয়েক মিনিটের মধ্যেই বৈঠক ফের শুরু হয়। এরপর বৈঠক থেকে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও তীব্র ভাষায় আক্রমণ শানান মমতা। তাঁর অভিযোগ, কমিশন বিজেপির নির্দেশ মেনেই কাজ করছে। তিনি বলেন, “যা বিজেপি অফিস থেকে বলা হচ্ছে তাই করছে কমিশন। একজন অফিসার আছেন তাঁকে বিজেপি যা নাম পাঠাচ্ছে তা বাদ দিচ্ছে।” ফুঁসে উঠে মমতা বললেন, “এরকম নির্লজ্জ কমিশন দেখিনি।” বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বললেন, “ওর থেকে দিল্লি কেড়ে নেব।”
