
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বছরের শেষের দিকে আবারও সেলেব জগতে বিচ্ছেদের খবর। জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর রবিবার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যক্তিগত জীবন সম্পর্কে খবর জানান, তিনি ও তার স্বামী জেভ সাতারাওয়াল আলাদা হচ্ছেন। শ্রীনন্দা অনুরাগীদের কাছে বিশেষ অনুরোধ করেছেন, এই সময় তাদের ব্যক্তিগত জীবনকে শান্তিপূর্ণ ও নিভৃত রাখা হোক।
বিচ্ছেদের কারণ স্পষ্টভাবে উল্লেখ না করলেও, শ্রীনন্দা পোস্টে নিজের ভেতরের বেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অনলাইনে দেখা দাম্পত্যের সুখদৃশ্য সবসময় বাস্তব জীবনের পুরো চিত্র দেখায় না। সোশ্যাল মিডিয়ার ছবি বা ভিডিও দাম্পত্যের রসায়নের পুরো গল্প ধরা দেয় না। শ্রীনন্দা শঙ্কর উদয় শঙ্কর ও মমতা শঙ্করের উত্তরসূরি হিসেবে নৃত্য জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি মডেলিং ও অভিনয় জগতেও দক্ষতা প্রদর্শন করেছেন। ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়াল-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রীনন্দা। কলকাতায় ভারতীয় ও পার্সি রীতি অনুযায়ী বিবাহ অনুষ্ঠান হয়। তাদের একটি কন্যা রয়েছে।
কয়েকদিন আগেও শ্রীনন্দার সোশ্যাল মিডিয়ায় দাম্পত্যের সুখী মুহূর্তের ছবি ছিল। কিন্তু বাস্তব জীবনের উত্থান-পতন সংক্রান্ত নানান কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত উভয়ের। শ্রীনন্দা জানিয়েছেন, বিচ্ছেদের সিদ্ধান্ত উভয়েরই এবং এ নিয়ে তারা আর কোনো প্রতিক্রিয়া দেবেন না। সেলিব্রিটি মা তনুশ্রী শঙ্করকেও এ বিষয়ে প্রশ্নের মুখে না ফেলার অনুরোধ করেছেন। শ্রীনন্দা অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, এই সময় সবচেয়ে বেশি সমর্থন দরকার তার।
